সঠিক উত্তর হচ্ছে: সংসদের হাতে সুপ্রিমকোর্টের বিচারকদের অপসারণ ক্ষমতা
ব্যাখ্যা: ১৯৭২ সালের মূল সংবিধানে ৯৬ (২) দফানুযায়ী বিচারকদের অপসারণ ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত ছিলো। ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনী দ্বারা তা রহিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করা হয়। ২০১৪ সালে ষোড়শ সংশোধনী দ্বারা পুনরায় বাহাত্তর সালের বিধানটি প্রতিস্থাপিত করা হয়। কিন্তু সুপ্রিমকোর্ট তা অবৈধ ঘোষণা করে। জরুরি অবস্থার বিধান ১৯৭৩ সালে দ্বিতীয় সংশোধনী দ্বারা, রাষ্ট্রপতির পূর্বানুমান ব্যতীত বিদেশি খেতাব গ্রহণ নিষিদ্ধ বিধান ১৯৮৮ সালে অষ্টম সংশোধনী দ্বারা এবং স্বাধীনতার ঘোষণাপত্র ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী দ্বারা গৃহীত হয়। (সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)