সঠিক উত্তর হচ্ছে: ১৬
ব্যাখ্যা: ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r\n \'\' ব্যাস = ২r\nএবং বৃত্তের ক্ষেত্রফল = πr^2\nবৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে নতুন ব্যাস = ৮ r\n নতুন ব্যাসার্ধ = ৮ r/২ = ৪r\nএবং নতুন ক্ষেত্রফল = π(8r)^2 = ১৬πr^2\nসুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ১৬πr^2/πr^2 = ১৬ গুণ।