সঠিক উত্তর হচ্ছে: সন্ধি
ব্যাখ্যা: বাংলা ব্যাকরণে মৌলিক চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়।\n১।ধ্বনিতত্ত্বঃ ধ্বনির উচ্চারণ, ধ্বনির প্রতীক, সন্ধি, ধ্বনির পরিবর্তন, ণত্ব-ষত্ব বিধান ইত্যাদি।\n২।রূপতত্ত্ব বা শব্দতত্ত্বঃ সমাস, উপসর্গ, প্রত্যয়, ক্রিয়ার কাল, বচন, লিঙ্গ ইত্যাদি\n৩।বাক্যতত্ত্বঃবাক্যের সঠিক গঠন, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন ইত্যাদি।\n৪।অর্থতত্ত্বঃশব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন- মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]