সঠিক উত্তর হচ্ছে: সংশপ্তক
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তীকাল থেকে ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক - রাজনৈতিক পরিবর্তনের ও রূপান্তরের চিত্র ধারন করা উপন্যাস - সংশপ্তক। এটি শহীদুল্লাহ কায়সারের মহাকব্যিক উপন্যাস। এটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য চরিত্রঃ রাবেয়া খাতুন, জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল প্রমুখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।