সঠিক উত্তর হচ্ছে: অ + ই
ব্যাখ্যা: ঐ ধ্বনি টি একটি যৌগিক স্বরধ্বনি। \nঅ+ই কিংবা ও+ই= অই, ওই।\nঅ এবং ই এদুটো স্বরের মিলিত ধ্বনিতে ঐ ধ্বনির সৃষ্টি হয়।\nযেমন- ক্+ অ+ই= কই,\nএরুপ - বৈদেশিক, ঐক্য, চৈতন্য ইত্যাদি। \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]