সঠিক উত্তর হচ্ছে: রোমান্টিক প্রণয়োপাখ্যান
ব্যাখ্যা: মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের\n\nসবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। প্রাচীন ও মধ্যযুগের ধর্মকেন্দ্রিক ও দেবতাকেন্দ্রিক সাহিত্য ছেড়ে এই কাব্যগুলোতে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চাদশ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের প্রথম আবির্ভাব ঘটে। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ্ মুহম্মদ সগীর।