সঠিক উত্তর হচ্ছে: ভাববাচ্য
ব্যাখ্যা: \'কোথায় থাকা হয়\' এটি ভাব বাচ্যের উদাহরণ।\n\n\nভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।
\nযেমন-\nআমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ)
\nতোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ)
\nএ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)
\nকোথা থেকে আসা হচ্ছে। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত)