সঠিক উত্তর হচ্ছে: গাছে কাঁঠাল গোঁফে তেল
ব্যাখ্যা: খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা।\n\nঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা।\n\nছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে।\n\nগাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।