সঠিক উত্তর হচ্ছে: তন্বী
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত \'তন্বী\' কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। উৎসর্গপত্রে লিখেছেনঃ \'রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরণে অর্ঘ্য। ঋণ শোধের জন্য নয়, ঋণ স্বীকারের জন্য।\' [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, লেখকঃ ড. সৌমিত্র শেখর]