সঠিক উত্তর হচ্ছে: ওলন্দাজ
ব্যাখ্যা: বিদেশী শব্দঃ\nআরবিঃ অজুহাত, অন্দর, আক্কেল, আজব, আতর, আদব-কায়দা, আদালত ইত্যাদি।\nপর্তুগিজঃ আতা, আচার, আনারস, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্পাত, কাবাব, কামরা, গুদাম, চাবি, টুপি ইত্যাদি।\nফরাসিঃ কার্তুজ, কুপন, ক্যাফে, বুর্জোয়া, রেস্তোরাঁ ইত্যাদি।\nফারসিঃ আইন, আওয়াজ, আঙুর, আচার, আজাদ, আতশবাজি, আদমশুমারি, আন্দাজ ইত্যাদি।\nওলন্দাজঃ ইস্কাপন, টেককা, তুরুপ, হরতন, রুইতন ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ ভাষা ও শিক্ষা, ড. হায়াৎ মামুদ]