সঠিক উত্তর হচ্ছে: দ্বিতীয় ভার্সাই চুক্তি
ব্যাখ্যা: ব্যাপক বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন দ্বিতীয় ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির খসড়ার মূল নকশা করেন ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত চারজন নেতা- বৃটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো।