সঠিক উত্তর হচ্ছে: হাসি মাখা মুখ-হাসিমুখ
ব্যাখ্যা: হাসি মাখা মুখ-হাসিমুখ (মধ্যপদলােপী কর্মধারয়), ঘর থেকে ছাড়া-ঘরছাড়া (পঞ্চমী তৎপুরুষ), অরুণের মত রাঙা-অরুণরাঙা (উপমান কর্মধারয়), ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী (দ্বিতীয় তৎপুরুষ সমাস)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।