সঠিক উত্তর হচ্ছে: রিক্সা
ব্যাখ্যা: শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন; রিকসা> রিসকা\nআবার, শব্দের মধ্যে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হলে তাকে ব্যঞ্জন বিক্রিতি বলে। যেমন; ধাইমা>দাইমা\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]