সঠিক উত্তর হচ্ছে: ডালিম
ব্যাখ্যা: \"কবর\" কবিতাটি বাংলা সাহিত্যে জসীমউদ্দিনের এক অবিস্মরণীয় অবদান। ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির জন্ম। কবি যে ঘরে থাকতেন সে বাড়ির সামনে সিঁড়ি, সিঁড়ির দু’দিকে লেবু গাছ, মাঝখানে ডালিম গাছ। এই জায়গাটিই তাঁর কবিতার সৃষ্টির উৎসভূমি। প্রশ্নে উল্লেখিতকবিতার পরের লাইন-\n\n“এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,\n\nতিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।\n\nএতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,\n\nপুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।