সঠিক উত্তর হচ্ছে: ২৪
ব্যাখ্যা: ৩০ - ১৫ = ১৫ জন শ্রমিক রয়ে গেল ২৪ - ১২ = ১২ দিন পর \nএখন , \n৩০ জন শ্রমিকের লাগে জন্য ১২ দিন কাজ করার পর লাগে আরো ১২ দিন \n১৫ জন শ্রমিকের ১২ দিন কাজ করার পর আরো সময় লাগবে = ১২ * ২ = ২৪ দিন\nএখানে যেহেতু শ্রমিকের সংখ্যা অর্ধেক হয়েছে তাই কাজ সম্পন্ন করার সময় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ।