সঠিক উত্তর হচ্ছে: ফখরুদ্দিন মুবারক শাহ্
ব্যাখ্যা: ১৩৩৮ সালে বাংলায় স্বাধীন সুলতানী যুগের সূচনা করেন ফখরুদ্দিন মোবারক শাহ । বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি । তিনি ১২০৪ সালে বাংলা জয় করেন । বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা । আলীবর্দী খান ছিলেন তার নানা ।