সঠিক উত্তর হচ্ছে: পাথরকুচি
ব্যাখ্যা: পাথরকুচি গাছের পাতা কোন স্যাথসেথে স্থানে রেখে দিলে এর পাতার শিরা থেকে কুড়ি বার হয়।\n\nপাথরকুচি বীরুৎজাতীয় একটি ঔষধি উদ্ভিদ। পাথরকুচির বোটানিক্যাল নাম Kalanchoe pinnata (Lamk.) Pers. ফ্যামিলি Crassulaceae । অন্য একটি পাথরকুচির পাতা অনেকটা গোল, তার বোটানিক্যাল নাম Berginia ligulata Wall ফ্যামিলি Saxifragaceae । ইউনানি সম্প্রদায় এটিকে বলে আসল পাথরকুচি, আর কবিরাজরা পূর্বেরটিকে বলে আসল।