সঠিক উত্তর হচ্ছে: দম্পতি
ব্যাখ্যা: ভাষা সংক্ষিপ্তকরণ: সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ। অর্থাৎ সমাস বাক্যের সংক্ষেপ সাধন করে। যেমন \'যাদের অন্ন নেই, তারাই দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়\'—এ বৃহৎ বাক্যটিকে সমাস সাধিত পদ ব্যবহার করে আমরা বলতে পারি, নিরন্নরা প্রতিদ্বারে ঘুরে বেড়ায়।\nজায়া + পতি = দম্পতি । দম্পতি শব্দটি দ্বন্দ্ব সমাস ।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]