সঠিক উত্তর হচ্ছে: নির্ভুল ও কার্যকরী শাসন
ব্যাখ্যা: সুশাসন মানে হলো দক্ষ, নির্ভুল ও কার্যকরী শাসন বা উত্তমরূপে শাসন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শাসনকার্য পরিচালনা করা। স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতমূলকভাবে শাসন না করা। সুশাসনের ক্ষেত্রে সৃজনশীলতা কিংবা নৈতিকতা ঐচ্ছিক বিষয়। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)