সঠিক উত্তর হচ্ছে: আয়োডিন
ব্যাখ্যা: গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। ভিটামিনের অভাবে বিভিন্ন প্রকার রোগ হয়। যেমন - রাতকানা (ভিটামিন - A) বেরিবেরি (ভিটামিন - B1) , পেলেগ্রা (ভিটামিন - B3) , স্বার্ভি (ভিটামিন - C) , রিকেট (ভিটামিন - D) প্রজনন ক্ষমতা হ্রাস (ভিটামিন - E) ও অধিক রক্তক্ষরণ (ভিটামিন - K) ।