সঠিক উত্তর হচ্ছে: পাঁচালি
ব্যাখ্যা: পাঁচালি লোকগীতির একটি ধারা। আঠারো শতকের শেষদিকে পাঁচালি নতুন রূপ লাভ করে। তখন এতে আখ্যান, কবিগানের ছড়া কাটা, অঙ্গভঙ্গি ও অভিনয়ের সংমিশ্রণ ঘটে। পাঁচালি রচয়িতাদের মধ্যে বিশেষ প্রসিদ্ধ দাশরথি রায়। তিনি প্রথম জীবনে কবিয়াল ছিলেন। \'দাশু রায়ের পাঁচালি\' সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করে। দাশরথি রায় প্রমুখ জনপ্রিয় কবিগণের প্রচেষ্টায় উনিশ শতকে যে নব্য পাঁচালি-ধারার সূত্রপাত হয়, তা মূলত কীর্তন গান থেকেই উদ্ভূত ।