সঠিক উত্তর হচ্ছে: ২
ব্যাখ্যা: বাংলাদেশের অর্থনীতির মালিকানা ভিত্তিক খাত - ২টি
১. সরকারি খাত,
২.বেসরকারি খাত
বাংলাদেশের অর্থনীতির উৎপাদন ভিত্তিক খাত - ৩টি
১. কৃষিখাত
২. শিল্পখাত
ও ৩. সেবাখাত
বাংলাদেশের অর্থনীতির অঞ্চল ভিত্তিক খাত - ২টি
১. গ্রামীন খাত
২. শহুরে খাত।উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র (উন্মুক্ত) বই।