সঠিক উত্তর হচ্ছে: বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যা: দীনবন্ধু মিত্র সাতটি নাটক ও প্রহসন লিখেছিলেন। \'নীলদর্পণ\'(১৮৬০), \'নবীন তপস্বিনী\'(১৮৬৩), \'কমলে কামিনী\'(১৮৭৩)- এই তিনটি তাঁর গভীর রসের নাটক। আর চারটি প্রহসন হল \'বিয়ে পাগলা বুড়ো\'(১৮৬৬), \'সধবার একাদশী\'(১৮৬৬) \'লীলাবতী\'(১৮৬৭), \'জামাই বারিক\'(১৮৭২) ।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]