সঠিক উত্তর হচ্ছে: কালের ধূলোয় লেখা
ব্যাখ্যা: শামসুর রহমান রচিত স্মৃতিকথামূলক গ্রন্থঃ স্মৃতির শহর, কালের ধুলোয় লেখা। \'ঠাকুর বাড়ির আঙিনায়\' কবি জসীমউদ্দিন রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ। \'যেভাবে বেড়ে উঠি\' কবি আল মাহমুদের আত্নজীবনী। বেগম সুফিয়া কামাল রচিত আত্নজীবনীঃ একালে আমাদের কাল। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]