সঠিক উত্তর হচ্ছে: কবি দ্বিজমাধব
ব্যাখ্যা: - \'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত।
- চন্ডীমঙ্গল ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী৷
- চন্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজমাধবকে \'স্বভাব কবি\' বলা হয়
- চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
কালকেতু,
ফুল্লরা,
ধনপতি
ভাঁড়ুদত্ত,
মুরারি শীল প্রমুখ।
অন্যদিকে,
- মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরি দত্ত
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]