সঠিক উত্তর হচ্ছে: সোডা ওয়াটার
ব্যাখ্যা:
\n\n
পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয় --- সোডা ওয়াটার।
\n
কোন পানিতে উচ্চচাপে কার্বন-ডাই-অক্সাইডকে দ্রবীভূত করলে যে দ্রবণ পাওয়া যায় তাকে সোডা ওয়াটার বলে।
\n
এই পদ্ধতিতে বর্তমানে সেভেন আপ, স্প্রাইট, কোকাকোলা ইত্যাদি পানীয় তৈরি করা হয়।