সঠিক উত্তর হচ্ছে: আর্জেন্টিনা
ব্যাখ্যা: ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত ৪৬টি আসরে আটটি দল শিরোপা অর্জন করে, কনমেবলের দশটি দল থেকে কেবল ইকুয়েডর ও ভেনেজুয়েলা এখনো বিজয়ী হতে পারেনি। উরুগুয়ে সর্বাধিক ১৫ বার চ্যাম্পিয়ন হয়, তাদের পরপরই ১৪ বার শিরোপা অর্জনকারী আর্জেন্টিনার অবস্থান। বর্তমান বিজয়ী ব্রাজিল ৯ বার শিরোপা অর্জন করে। আর্জেন্টিনা ১৯১৬ সালে প্রথম আসরের আয়োজক এবং তারা সর্বাধিক ৯ বার এই আসর আয়োজন করে।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]