সঠিক উত্তর হচ্ছে: UNIX
ব্যাখ্যা: বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়। Linux, Unix. MS-DOS / PC DOS, CP/Mi ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।\n\n