সঠিক উত্তর হচ্ছে: শবরপা
ব্যাখ্যা: চর্যাপদের প্রথম পদটির রচয়িয়া লুইপা। এজন্য লুইপাকে চর্যাপদের আদি কবি বলা হয়। এজন্য তিনি বাংলা সাহিত্যেরও আদি কবি। তার রচিত পদ ২ টি। কিন্তু চর্যাপদের প্রাচীন কবি শবরপা। লুইপা প্রথম পদ রচনা করলেও শবরপা কবি হিসেবে লুইপার আগে আবির্ভাব হয়েছে। তিনি লুইপার গুরু। ড মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সর্বশেষ পদটি রচনা করেন শবরপা, ৫০ নং পদ\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ]