নিচের অপশন গুলা দেখুন
- মহিলাদের সংসদে আসন সংরক্ষণ
- জরুরি অবস্থা ঘোষণা
- 93 হাজার যুদ্ধবন্দীর বিচার
- সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা
১৯৭৩ সালের ১২ জুলাই আইনমন্ত্রী\r\n\r\nমনোরঞ্জণ ধর বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করে।১৫ জুলাই তা জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয় এবং ১৭ জুলাই, ১৯৭৩ রাষ্ট্রপতি অনুমোদন করে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন গণহত্যা এবং যুদ্ধাপরাধে লিপ্ত পাকিস্তানি সৈন্যসহ (প্রায় ৯৩ হাজার) তাদের এদেশীয় দোসরদের বিচারের জন্য আইন প্রণয়ন সহ বিচার করার পথে যে সকল অসুবিধা ছিল তা দূর হয়। এছাড়া এ সংশোধনীর মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিমকোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়।