সঠিক উত্তর হচ্ছে: বদ্বীপ
ব্যাখ্যা:
উপমিত কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
বহুলতা = বাহু লতার ন্যায়
বদ্বীপ = ব- এর মতো দ্বীপ
প্রাণপ্রিয় = প্রাণের মতো প্রিয়
মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায়
\r\n
\r\n
উপমান কর্মধারয় সমাস: উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে।
এই সমাসে একটা বিশেষণ পদ থাকে।
অজমূর্খ = অজের ন্যায় মূর্খ
তুষারধবল = তুষারের ন্যায় ধবল
রক্তলাল = রক্তের ন্যায় লাল
মিশকালো = মিশির মতো কালো
বজ্রকন্ঠ = বজ্রের ন্যায় কণ্ঠ
বকধার্মিক = বকের ন্যায় ধার্মিক
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ