সঠিক উত্তর হচ্ছে: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর \'ধূসর পাণ্ডুলিপি\' কাব্যগ্রন্থ পাঠ করে জীবনানন্দ দাশকে এই উপমা দেন। কবি জীবনানন্দ দাশ তাকে বুদ্ধদেব বসু আখ্যায়িত করেছেন \'নির্জনতম কবি\' বলে। অন্যদিকে, অন্নদাশঙ্কর রায় তাঁকে \'শুদ্ধতম কবি\' অভিধায় আখ্যায়িত করেছেন।\n\n\n\nসোর্সঃ সৌমিত্র শেখর