সঠিক উত্তর হচ্ছে: কলাভৃত-পরভৃত
ব্যাখ্যা: অসূয়া-বিদ্বেষ হলো ঈর্ষা\'র সমার্থক শব্দ। চাঁদের সমার্থক শব্দ হলো ইন্দু-চন্দ্রমা৷ কলাভৃত হলো চাঁদের সমার্থক শব্দ, পরভৃত কোকিলের সমার্থক শব্দ। পয়ঃ, অম্ভঃ হলো পানির সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর