সঠিক উত্তর হচ্ছে: কমা
ব্যাখ্যা: বাক্য সুস্পষ্ট করতে বাক্যকে কয়েকটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাঝে কমা বসে।\nসম্বোধন পদের পরে কমা বসে।\nকোন বাক্যে উদ্ধৃতি থাকলে, তার আগের খ-বাক্যের শেষে কমা (,) বসে।\nমাসের তারিখ লেখার সময় বার ও মাসের পর কমা বসে।\nঠিকানা লেখার সময় বাড়ির নম্বর বা রাস্তার নামের পর কমা বসে।\nডিগ্রী পদবি লেখার সময় কমা ব্যবহৃত হয়।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]