নিচের অপশন গুলা দেখুন
- দিবারাত্রির কাব্য
- পদ্মা নদীর মাঝি
- পুতুলনাচের ইতিকথা
- শহরবাসের ইতিকথা
• কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা (১৯৩৬)।
• এই উপন্যাসের প্রধান চরিত্র- ডাক্তার শশী ও কুসুম।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।