সঠিক উত্তর হচ্ছে: কর্টেক্স
ব্যাখ্যা: এপিডার্মিস এবং ভাস্কুলার বান্ডেলের মধ্যে অবস্থিত টিশ্যূ গুলোকে বলা হয় কর্টেক্স। এটি ফটোসিনথেসিস এর জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ পদার্থ উত্তোলন করে এবং তা বাকলের নিচে সঞ্চয় করে। এটি অনেকগুলো পাতলা দেয়াল ঘেরা প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত যা উদ্ভিদের কাঠামো বজায় রাখতে ভূমিকা রাখে।