সঠিক উত্তর হচ্ছে: গীতিকবিতা
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ‘চর্যাপদ’ যা মূলত গানের সংকলন। ড. সুনীতিকুমার প্রথম এটিকে বাংলা ভাষায় রচিত প্রাচীন কাব্য বলে প্রমাণ করেন। এরপরে অন্ধকার যুগে রচিত শূন্যপুরাণ, সেক শুভোদয়া প্রভৃতি ধর্মপূজা, প্রেমা - সঙ্গীত ইত্যাদি নিয়ে রচিত কাব্য। এছাড়া মধ্যযুগে রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যসহ অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, নাথ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান সবই গীতিকাব্য, কোষ রচিত হয়েছিল। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে আর কেউ বাংলা গদ্যে কিছু রচনা করেনি। তখন গদ্য কেবল মাত্র দলিল - দস্তাবেজেই সীমাবদ্ধ ছিল। তাই এখন পর্যন্ত গীতি কবিতাই বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা।