সঠিক উত্তর হচ্ছে: ৩৬%
ব্যাখ্যা: বনভোজনে যাওয়া ছাত্রীর সংখ্যা = ২০ এর ৩০% = ৬ জন।
\nআবার বনভোজনে যাওয়া ছাত্রের সংখ্যা ৩০ এর ৪০% = ১২ জন।
\nবনভোজনে যাওয়া মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১২+৬ = ১৮ জন।
\nএখন যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে,
\nতাই মোট ছাত্র-ছাত্রী ২০+৩০ = ৫০ জনের মধ্যে বনভোজনে গেছে ১৮ জন, তাই ১০০ জনে যেত ৩৬ জন। (উত্তর: ৩৬%)