সঠিক উত্তর হচ্ছে: শিরঃ+পীড়া= শিরঃপীড়া
ব্যাখ্যা: সঠিক উত্তর হলো- শিরঃ+পীড়া= শিরঃপীড়া, অন্যান্য অপশনের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে- মনঃ+কষ্ট=মনঃকষ্ট, প্রাতঃ+আশ= প্রাতরাশ। এমন আরো কিছু সন্ধির উদাহরণ - বাচস্পতি, অহরহ, ভাস্কর, হরিশ্চন্দ্র, অহর্নিশ ইত্যাদি। [তথ্যসূত্রঃ ৯ম-১০ শ্রেণির ব্যাকরণ বই]