সঠিক উত্তর হচ্ছে: শব্দ ও ধাতুর মূল
ব্যাখ্যা: ”প্রকৃতি” বলতে শব্দ ও ধাতুর মূল বুঝায় । যে শব্দকে বা কোন শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।
\nপ্রকৃতি ২ প্রকার। যথা:
\n\nনাম প্রকৃতি : হাতল( হাত + ল = হাতল), (ফুল + এল = ফুলেল)। এখানে, হাত, ফুল এগুলো হল নাম প্রকৃতি।
\n\nক্রিয়া প্রকৃতি বা ধাতু: চলন্ত, জমা, লিখিত। এখানে চল, জম ও লিখ এইগুলা ক্রিয়াপ্রকৃতি বা ধাতু।\n\n