সঠিক উত্তর হচ্ছে: তড়িৎ বিশ্লেষণের সাহায্যে
ব্যাখ্যা: তড়িৎ বিশ্লেষণের সাহায্যে এ পানি থেকে হাইড্রোজেন পাওয়া যায়। পানির একটি অনুতে দুইটি ধনাত্মক হাইড্রোজেন পরমাণু এবং একটি ঋণাত্মক অক্সিজেন পরমাণু বিদ্যমান। এই দুটি মৌল পরস্পরের সাথে তড়িৎচুম্বকীয় বন্ধনে যুক্ত থাকে। এখন এই পানির মধ্যে তড়িৎচালক করলে পানির অনু ভেঙে যায়, সেখান থেকে বেরিয়ে আসে অক্সিজেন এবং হাইড্রোজেন।