সঠিক উত্তর হচ্ছে: ১৯৫৫ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা: বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলন-পরবর্তী কালের প্রেক্ষাপটে বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি ওঠে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন \"বর্ধমান হাউজ\"-এ এই একাডেমির সদর দপ্তর স্থাপিত হয়। একাডেমির \"বর্ধমান হাউজে\" একটি \"ভাষা আন্দোলন জাদুঘর\" আছে।