ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হলেন- চন্দ্রাবতী। মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী ১৫৫০ সালে কিশোরগঞ্জের জন্মগ্রহণ করেন। তাঁর রচিত কাব্য- মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।