সঠিক উত্তর হচ্ছে: মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: মুসলিম রচিত আধুনিক বাংলা সাহিত্যের সমন্বয় ধারার প্রবতর্ক মীর মশাররফ হোসেন। তার উল্লেখযোগ্যকর্ম --বাজীমাৎ, গাজী মিয়াঁর বস্তানী (নক্সা ); বিষাদ সিন্ধু , তহমিনা, উদাসীন পথিকের মনের কথা, রত্নাবতী ( উপন্যাস); জমীদার দর্পণ, নিয়তি কি অবনতি, বেহুলা গীতাভিনয়( গদ্যে পদ্যে রচিত) , বসন্তকুমারী নাটক (নাটক)\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর]