সঠিক উত্তর হচ্ছে: সাঁওতালদের গ্রাম দেবতা
ব্যাখ্যা: সাঁওতাল সম্প্রদায়ের মানুষ প্রধানত হিন্দু ও খ্রিস্টান ধর্মের অনুসারী। সনাতন ধর্মে বিশ্বাসীরা হিন্দুধর্মের রীতিনীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। অন্যরা খ্রিস্টান ধর্মের আচার-অনুষ্ঠান পালন করে থাকে। সাঁওতালদের প্রধান গ্রামদেবতার নাম - ‘মারাংবুেরা’। এই দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে সাদা মোরগ ও সাদা ছাগল উৎসর্গ করা হয়।
একাদশ - দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।