সঠিক উত্তর হচ্ছে: করণে শূন্য
ব্যাখ্যা: করণ\' শব্দের অর্থ: যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।\n\nবাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে \'কিসের দ্বারা\' বা \'কী উপায়ে\' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা - ই করণ কারক। যেমন -\nনীরা কলম দিয়ে লেখে। (উপকরণ - কলম)\n\'জগতে কীর্তিমান হয় সাধনায়। \' (উপায় - সাধনা)\n\n\nপ্রথমা বা শূণ্য বা অ বিভক্তি: ছাত্ররা বল খেলে। (অকর্মক ক্রিয়া)\n\nডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে।\n\nকৃষক লাঙ্গল চষছে।