সঠিক উত্তর হচ্ছে: টাইবার
ব্যাখ্যা: রোমান সভ্যতা খ্রীস্টপূর্ব ৫৫০ থেকে ৪৬৫ খ্রীস্টাব্দ সময়কালে ইউরোপে লাতিনি নামের এক গ্রামে গড়ে উঠেছিল।যা এখন রোম নামে পরিচিত। প্রাচীন সভ্যতা গুলোর মধ্যে রোমান সভ্যতা ছিল সবচেয়ে শক্তিশালী। এই সভ্যতার গোড়াপত্তনে রয়েছে কিংবদন্তী ও পৌরাণিক গল্প। উন্নতির চরম শিখরে রোমান সভ্যতা বিশাল এলাকায় আধিপত্ত করে। রোমান সভ্যতা গড়ে উঠেছিল টাইবার নদীর তীরে।