সঠিক উত্তর হচ্ছে: পারস্য
ব্যাখ্যা: হাকিম আবুল কাশেম ফেরদৌসী তুসি,ফেরদৌসী নামে বেশি পরিচিত (৯৪০-১২২০ সিই) পারস্যের (বর্তমান ইরান) একজন বিখ্যাত কবি। তিনি বিখ্যাত মহাকাব্য শাহনামার রচয়িতা। শাহনামা একইসাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকজনের জাতীয় মহাকাব্য।