সঠিক উত্তর হচ্ছে: আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা: ১৯২২ সালে ধুমকেতু পত্রিকায় বিপ্লবী ভাবাদর্শের \'আনন্দময়ির আগমনে\' কবিতাটি প্রকাশের কারণে ১৯২৩ সালে কাজি নজ্রুল ইসলামকে ১৯২৩ সালে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় এবং তার ১ বছরের কারাদণ্ড হয়।\n\n[তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]