সঠিক উত্তর হচ্ছে: পহেলা অগ্রহায়ণ
ব্যাখ্যা: জাতীয় কৃষি দিবস পালিত হয় পহেলা অগ্রহায়ণ।
অগ্রহায়ণ মাসে দেশে আমন ধান ঘরে তোলা হয়। নতুন ফসল তোলাকে কেন্দ্র করে তখন গ্রাম বাংলায় \'নবান্ন উৎসব\' পালিত হয়। এই উৎসবকে জাতীয়রূপ দিতে বাংলাদেশ সরকার ২০০৮ সালে পহেলা অগ্রহায়ণকে \'জাতীয় কৃষি দিবস\' ঘোষণা করে।
(সূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)